পেনাল্টিতে গোল হজম করে পিছিয়ে পড়লো বাংলাদেশ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পিএম
পেনাল্টিতে গোল হজম করে পিছিয়ে পড়লো বাংলাদেশ
ছবি : সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের ফিরতি লেগের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে হংকং। তবে ম্যাচের ৩৪ মিনিটে তারিক কাজীর ভুলে পিছিয়ে পড়লো বাংলাদেশ। বক্সের ভেতরে ফাউল করে বসেন তারিক। সফল স্পট কিক থেকে দলকে লিড এনে দেন ম্যাট অর।

ঘরের মাঠে নিজেদের ভুলের কারণেই হংকংয়ের কাছে হেরে পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। শেষের এক মিনিটেই ব্যবধানে গোল হজম না করলে সে ম্যাচ অন্তত ড্র করতে পারতো লাল-সবুজের প্রতিনিধিরা।

ফিরতি লেগের ম্যাচে বাংলাদেশকে আতিথ্য দিচ্ছে হংকং। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। তবে বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারছিলো না হংকং। শেষ পর্যন্ত আবারও নিজেদের ভুলের কারণেই পেনাল্টি থেকে গোল হজম করে বাংলাদেশ।
 
ম্যাচের ৩৪ মিনিটে বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে পা ফসকে যান তারিক কাজী। মুহূর্তেই প্রতিপক্ষ এক খেলোয়াড় দৌড়ে বলের কাছে আসলে বাজেভাবে ট্যাকল করেন তারিক। আর সঙ্গে সঙ্গে পকেট থেকে হলুদ কার্ড বের করেন রেফারি। 
  
পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি হংকংয়ের ফরোয়ার্ড ম্যাট অর। মিতুল মারমার বাঁ দিক দিয়ে বল জালে জড়ান তিনি। আর তাতেই ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।