হংকংয়ের মাঠে একাদশে যে পরিবর্তন আনছে বাংলাদেশ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম
হংকংয়ের মাঠে একাদশে যে পরিবর্তন আনছে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‍তৃতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। আজ (১৪ অক্টোবর) ফিরতি লেগে বাংলাদেশকে আতিথ্য দেবে হংকং। এই ম্যাচে জয় মানেই মধুর প্রতিশোধ, হারলেও হারানোর নেই কিছুই। তাই অনেকটাই নির্ভার হয়ে মাঠে নামছেন হামজা চৌধুরী-শমিত সোমরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্পোর্টস পার্কে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের ম্যাচে ঘরের মাঠে বাংলাদেশ হেরেছিল রক্ষণভাগের একের পর এক ভুলের কারণে। তাই এশিয়ান কাপের দৌড়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।

গত ম্যাচে হাভিয়ের কাবরেরার শুরুর একাদশ নিয়ে সমালোচনার যেন কোনো শেষ নেই। তার ম্যাচ পরিকল্পনা, কৌশল, কোনো কিছুই যেন কাজে আসছে না। যাকে যখন যেখানে দরকার সেখানে তাকে ঠিক সময়মতো খেলাচ্ছেন না। তার মাশুল অবশ্য খুব ভালোভাবেই দিতে হচ্ছে।

জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে সমিত সোম, ফাহামেদুল ইসলাম ও জামাল ভূঁইয়াকে ৫৭ মিনিট পর্যন্ত বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কাবরেরা। আর জায়ান আহমেদকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন ৭৮ মিনিট পর্যন্ত। তারা মাঠে নামার পর অবশ্য খেলার চিত্রটায় পাল্টে গিয়েছিল।

এমন সমালোচনার পর আজ হয়তো শুরুর একাদশে কিছু পরিবর্তন এনেছেন হাভিয়ের কাবরেরা। একাদশে ফিরেছেন জায়ান আহমেদ, শমিত সোম ও তপু বর্মণ।

পাঁচজনের রক্ষণ দেওয়াল নিয়ে খেলবে বাংলাদেশ। জায়ান মূলত লেফট উইঙ্গার হিসেবেই খেলবেন।

একাদশ থেকে বাদ পড়েছেন ফয়সাল আহমেদ ফাহিম ও সোহেল রানা সিনিয়র। গোলপোস্টের দায়িত্বে মিতুল মারমার উপরেই ভরসা রেখেছেন কোচ। রক্ষণে তপু বর্মণের সাথে রয়েছেন শাকিল আহাদ, তারিক কাজী, সাদ উদ্দিন ও জায়ান। যদিও জায়ান আজ খেলবেন লেফট উইঙ্গার হিসেবে। মাঝমাঠে কোচের ভরসা হামজা, মোরসালিন, শমিত ও সোহেল রানা জুনিয়রের ওপরেই। আর ফরোয়ার্ডে খেলবেন রাকিব হোসেন।

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশ: গোলরক্ষক: মিতুল মারমা। রক্ষণভাগ: তপু বর্মণ, শাকিল আহাদ, তারিক কাজী ও সাদ উদ্দিন। মাঝমাঠ: হামজা চোধুরী, মোরসালিন, শমিত সোম ও সোহেল রানা জুনিয়র। ফরোয়ার্ড: রাকিব হোসেন ও জায়ান আহমেদ।