এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার


দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট- এসএ২০ লিগের নিলামে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার।
চলতি বছরের ডিসেম্বরের শেষদিকে মাঠে গড়াবে এসএ২০ লিগের চতুর্থ আসর। তার আগে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আসরের নিলাম। যেটা সামনে রেখে ৭৮২ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন।
এর মধ্যে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন ক্রিকেটার আফ্রিকার ক্রিকেটার নিবন্ধন করেছেন। সেই তালিকায় আছেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। তবে ক্রিকবাজের দেওয়া সে তথ্যে জানা যায়নি বাংলাদেশ কারা নাম নিবন্ধন করেছেন।
বাংলাদেশ ছাড়া ইংল্যান্ডের ১৫৩, ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ইন্ডিয়ার ১৩ এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে আছেন ১১ জন করে ক্রিকেটার। এছাড়া জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নামিবিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, নেপাল, ওমান; এমনকি জার্মানি, মালাউইয়ান্স, কম্বোডিয়া, উগান্ডা, মোতসোয়ানা ও বোতসোয়ানার ক্রিকেটাররাও নাম নিবন্ধন করেছেন।
৭৮২ জন ক্রিকেটারের মধ্যে অবশ্য নিলামে ৬৯৮ জন ক্রিকেটারই বাদ পড়বেন। ফাইনাল লিস্টে অবশ্য তালিকাটা আরও সংক্ষিপ্ত হবে। এছাড়া নিলামের দিনও অনেকের নাম উঠবে না। সব মিলিয়ে মাত্র ৮৪ জন ক্রিকেটারকে নিলাম থেকে নিজেদের ডেরায় টানবে এসএ২০’র ৬ দল ।