নিশ্চিত হলো আর্জেন্টিনার ভারত সফর, কবে কোথায় খেলা?

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৩ আগস্ট ২০২৫, ০৫:০৫ পিএম
নিশ্চিত হলো আর্জেন্টিনার ভারত সফর, কবে কোথায় খেলা?
ছবি : সংগৃহীত

চলতি বছর নভেম্বর মাসে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের ভারত সফরে আসার কথা। বিষয়টি আগেই জানিয়েছিল আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো। এবার আনুষ্ঠানিকভাবে এই সফরের কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে এএফএ নিশ্চিত করেছে, নভেম্বরে কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।

এএফএ সেই বিবৃতিতে জানিয়েছে, কেরালার তিরুবনন্তপুরমের গ্রীনফিল্ড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে ভারতে আর্জেন্টিনার এই ম্যাচের প্রতিপক্ষ কে হবে তা এখনও জানা যায়নি। নভেম্বরে ভারত ছাড়াও অ্যাঙ্গোলা সফরে যাবে বিশ্বচ্যাম্পিয়নরা। রাজধানী লুয়ান্ডায় ম্যাচটি খেলবে তারা।

বিবৃতিতে বলা হয়েছে, 'লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন আর্জেন্টিনা জাতীয় দল ২০২৫ সালের বাকি সময়ে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি ৬ থেকে ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রে হবে (প্রতিপক্ষ ও শহর পরে নির্ধারণ হবে)। দ্বিতীয়টি ১০ থেকে ১৮ নভেম্বর অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে (প্রতিপক্ষ পরে নির্ধারণ হবে)।

তবে, তবে লিওনেল মেসি স্কোয়াডের সঙ্গে ভ্রমণ করবেন কি না, সে বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

মাঝে আর্জেন্টিনার ভারত সফর নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল। কেরালা সরকার, ইভেন্ট স্পনসর ও AFA কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় প্রীতি ম্যাচটি আদৌ হবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দেয়।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আবদুরাহিমান বলেছিলেন দলটি আসবে না, আবার স্পনসররা AFA-র বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দেয়। তবে এখন মনে হচ্ছে সবকিছু মিটমাট হয়ে গেছে এবং আর্জেন্টিনা এ বছরই ভারতে খেলতে আসছে।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো ভারত সফর করতে যাচ্ছে আর্জেন্টিনা। এর আগে ২০১১ সালে তারা কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল, যেখানে লিওনেল মেসিও দলে ছিলেন। তবে এবার ইন্টার মায়ামির এই তারকা দলে থাকবেন কি না, তা এখনও অনিশ্চিত।

এর আগে চলতি মাসেই খবর বের হয়েছিল যে, মেসি ব্যক্তিগত সফরে ভারতে আসবেন এবং কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি ও আহমেদাবাদ এই চারটি শহর ভ্রমণ করবেন।