জামিন পেলেন রনিল বিক্রমাসিংহে

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৬ আগস্ট ২০২৫, ১১:৩৩ পিএম
জামিন পেলেন রনিল বিক্রমাসিংহে
ছবি : সংগৃহীত

জামিন পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) কলম্বোর একটি আদালত তাকে জামিন দিয়েছেন। রাষ্ট্রীয় তহবিল তছরুপের অভিযোগে গত শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে ২০২২ সালে গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হন প্রবীণ রাজনীতিক বিক্রমাসিংহে। 

কিন্তু গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অনুরা কুমারা দিশানায়েকের কাছে হেরে যান তিনি। ক্ষমতায় এসেই দিশানায়েকে দুর্নীতি দমনের অভিযান জোরদার করেন।

এরই মধ্যে সাবেক দুই মন্ত্রীকে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পরিবারের কয়েকজনের বিরুদ্ধে মামলা চলছে। এরই ধারাবাহিকতায় আর্থিক অনিয়মের অভিযোগে গত সপ্তাহে বিক্রমাসিংহেকে গ্রেফতার করা হয়।

বিক্রমাসিংহের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যান। পুলিশ জানিয়েছে, ওই সফরে ১ কোটি ৬৬ লাখ রুপি (৫৫ হাজার ডলার) সরকারি অর্থ খরচ হয়। গ্রেফতারের পর বিক্রমাসিংহেকে আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে রিমান্ডে নেয়ার পরদিন শনিবার (২৩ আগস্ট) অসুস্থ হয়ে পড়েন বিক্রমাসিংহে। তাকে দ্রুত কলম্বো ন্যাশনাল হাসপাতালে নেয়া হয়। গ্রেফতারের পাঁচদিনের মাথায় তাকে জামিন দেয়া হলো।