বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারেন ব্রাজিলিয়ানরা


২০২৬ ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই আসর যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই টুর্নামেন্ট চলবে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে হবে ৪৮টি জাতীয় দলের ১০৪টি ম্যাচ- যা হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর।
কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে। যা নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে বিশ্বের নানা দেশ থেকে আগত সমর্থক ও খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে প্রবেশে সমস্যায় পড়তে পারেন।
ব্রাজিলের এক সংবাদমাধ্যম দাবি করেছে, ট্রাম্পের একটি সিদ্ধান্তের কারণে বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারেন ব্রাজিল সমর্থকরা। গত বৃহস্পতিবার সিএনএন ব্রাজিলের সাংবাদিক লৌরিভাল সান’আনার করা এক প্রতিবেদনে এমন শঙ্কার কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ব্রাজিলিয়ান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিষিদ্ধ করার কথা ভাবছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী বছর ব্রাজিলের দর্শক যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখতে পারবেন না।
ওই প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিল সরকারের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চলমান। ফলে ব্রাজিলের রাজনীতিবিদরাও এখন আগের থেকে বেশি কঠোর শর্তযুক্ত ভিসা পাচ্ছেন।
এমন পরিস্থিতে ট্রাম্প যদি সাধারণ ব্রাজিলিয়ানদের ভিসা দেওয়ার ওপর স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা দেন, তবে সেটি ফুটবলপাগল দেশটির সমর্থকদের জন্য ব্যাপকভাবে হতাশার কারণ হবে।