উত্তরায় বিমান দুর্ঘটনা: কাঁদছে ক্রীড়াঙ্গনও

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২১ জুলাই ২০২৫, ১০:৫৯ পিএম
উত্তরায় বিমান দুর্ঘটনা: কাঁদছে ক্রীড়াঙ্গনও

উত্তরায় বিমান দুর্ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ঘটনার বেদনা ছুঁয়ে গেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকেও। আজ সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে নেপালের বিপক্ষে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে শোকবার্তা দিয়েছে শীর্ষ দুই ফেডারেশন বিসিবি ও বাফুফে।

আগামীকাল বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টির আগেও সকালে কোরআন তিলওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিসিবি। ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে, দুই দলের ক্রিকেটারদের হাতে থাকবে কালো আর্মব্যান্ড।

আজ বিসিবির দেওয়া শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এই হৃদয়বিদারক ঘটনার শিকার সবার প্রতি আমাদের প্রার্থনা ও সহমর্মিতাও জানায় তারা।
বাফুফেও প্রায় একই রকম বক্তব্যে তাদের শোক জানিয়েছে, ‘যারা তাঁদের ভালোবাসার মানুষকে হারিয়েছেন, আমরা তাঁদের সমবেদনা জানাই। এই বিধ্বংসী দুর্ঘটনায় হতাহতের জন্য আমাদের প্রার্থনা রইল।’

মাইলস্টোন কলেজের এই বিমান দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন, ‘আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমেষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।’

হতাহতদের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়ে সাকিব লিখেছেন, ‘একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে। আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।’

দুপুরেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তামিম ইকবাল। তিনি লেখেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত।’ এরপর ছবি তোলা ও ভিডিও ধারণের ক্ষেত্রে সতর্ক হওয়ার অনুরোধ জানান তামিম।

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও তাঁর প্রার্থনার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আক্রান্ত পরিবার যেন শক্তি, সুস্থতা ও শান্তি ফিরে পায়, ওই প্রার্থনা রইল।’