বোলারদের র‌্যাঙ্কিংয়ে দশে ঢুকলেন মোস্তাফিজ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৩ জুলাই ২০২৫, ০৭:২২ পিএম
বোলারদের র‌্যাঙ্কিংয়ে দশে ঢুকলেন মোস্তাফিজ
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ডটি মোস্তাফিজুর রহমানের। পাকিস্তানের বিপক্ষে গত রবিবার ৪ ওভারে মাত্র ৬ রান দিয়েছিলেন তিনি, নিয়েছিলেন ২টি উইকেটও। গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতেও নিয়ন্ত্রিত বোলিংই করেছেন।

দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজ ৩.২ ওভার বল করে ১৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তাতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের টি-২০ সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। 'দ্য ফিজ' এর ফল পেয়েছেন আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে। ১৭ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন তিনি। নামের পাশে রেটিং পয়েন্ট ৬৫৩, ইন্ডিয়ার আর্শদীপ সিংও যৌথভাবে ১০ নম্বরে আছেন।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন শেখ মেহেদীও। দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন তিনি। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ২ ম্যাচে ৬ উইকেট নেওয়া ম্যাট হেনরি ১৩ ধাপ এগিয়ে উঠেছেন ২৯ নম্বরে।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শাই হোপ ক্যারিয়ারসেরা ৬৭০ রেটিং পয়েন্ট পেয়ে ৯ নম্বরে উঠেছেন। হোপ এগিয়েছেন ৪ ধাপ। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ তিন ধাপ এগিয়ে ২৩ নম্বরে।

অলরাউন্ডারদের মধ্যে মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩২ বলে ৬০ রান করার সুবাদে ৭ ধাপ এগিয়েছেন। অলরাউন্ডারদের মধ্যে তার স্থান এখন সেরা দুইয়ে। শীর্ষে রয়েছেন ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া। ক্যামেরন গ্রিন ৮ ধাপ এগিয়ে ২৮ নম্বরে।