উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধদের জন্য রক্তের সংকট নেই: প্রেস উইং

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ জুলাই ২০২৫, ০৯:১৭ এএম
উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধদের জন্য রক্তের সংকট নেই: প্রেস উইং

উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধদের জন্য রক্তের (সব ব্লাড গ্রুপ) সংকট নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার (২৩ জুলাই) রাতে এক বার্তায় প্রেস উইং জানায়, স্বেচ্ছা রক্তদানে আগ্রহী অসংখ্য ব্যক্তির রক্তের গ্রুপ, নাম ও ফোন নম্বর তালিকাভুক্ত করা আছে। যেহেতু দগ্ধ রোগীদের ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়া হয়, তাই আগে থেকে সেগুলো সংগ্রহ করে রাখা হচ্ছে না।

এতে বলা হয়, প্রয়োজনে বিশেষজ্ঞরা তালিকাভুক্ত স্বেচ্ছাসেবীর সঙ্গে যোগাযোগ করে রক্ত সংগ্রহ করবেন। এমতাবস্থায় কোনো ব্লাড গ্রুপেরই রক্তের সংকট নেই, এমনকি সে ধরনের পরিস্থিতির উদ্ভব হওয়ার কোনো সম্ভাবনাও নেই।

ওই বার্তায় বলা হয়- সবাইকে এ বিষয়ে আশ্বস্ত করা হচ্ছে এবং কেউ এ ধরনের যেকোনো গ্রুপের রক্তের প্রয়োজনে ফোকাল পারসন ঢাকার ডেপুটি সিভিল সার্জন ডা. সরকার ফারহানা কবিরের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ হয়েছে।

যোগাযোগের নাম্বার- ০১৭৯২৭৪৪৩২৫