দগ্ধদের চিকিৎসা সহায়তা দিতে ভারতীয় মেডিকেল টিম ঢাকায়

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ জুলাই ২০২৫, ০৯:১৮ এএম
দগ্ধদের চিকিৎসা সহায়তা দিতে ভারতীয় মেডিকেল টিম ঢাকায়

উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে ভারত থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে ঢাকায় পৌঁছেছে পোড়া রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল। বুধবার (২৩ জুলাই) রাতে চিকিৎসক দলটি ঢাকায় পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইউএনবিকে জানান, বিশেষায়িত দলে রয়েছেন রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও দিল্লির সফদরজং হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। হাসপাতাল দুটি ভারতে পোড়া এবং প্লাস্টিক সার্জারি চিকিৎসকায় শীর্ষে রয়েছে।

মঙ্গলবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা এবং বিশেষায়িত যত্নের জন্য সুপারিশ করবেন।

তাদের প্রাথমিক মূল্যায়ন ও চিকিৎসার উপর নির্ভর করে অতিরিক্ত মেডিকেল টিমও আনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ২১ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সহযোগিতা ও সহায়তার আশ্বাস দিয়েছেন।

এর আগে, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে এই মর্মান্তিক ঘটনায় আহতদের জন্য ভারতের প্রয়োজনীয় যেকোনো জরুরি চিকিৎসা সহায়তার তথ্য জানতে চেয়েছে।

মঙ্গলবার(২২ জুলাই) ভারতীয় হাইকমিশন বলেছে তারা সকল প্রকার সহায়তা দেবে।

মাইলস্টোন স্কুলের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে এবং সম্ভাব্য সকল সহায়তা ও দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীর বার্তার পরিপ্রেক্ষিতে যোগাযোগ করা হয়েছে।

সোমবার এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ভারত বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে এবং সকল প্রকার সহযোগিতা ও সহায়তা দিতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত। শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয় বেদনার্ত।’

আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মোদি।