বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না লঙ্কান অধিনায়ক


শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে শুরু হচ্ছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। ঘরের মাঠে লঙ্কানরা শক্তিশালী হলেও টাইগারদের একেবারে হালকাভাবে নিচ্ছেন না দলটির অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ বরাবরই ছন্নছাড়া। লঙ্কানরা শক্তির দিক থেকে কাছাকাছি হলেও ম্যাচ জেতার জন্য অনেক ভালো খেলতে হবে বাংলাদেশকে। তবে সর্বশেষ দুই সিরিজে ভালো ক্রিকেটের ধারেকাছেও ছিল না টাইগাররা।
এতকিছুর পরেও বাংলাদেশকে হালকাভাবে নিতে চান না লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে প্রতিযোগিতামূলক সিরিজের আশা ব্যক্ত করেছেন লঙ্কান অধিনায়ক।
সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেছেন, ‘আমি আশা করছি প্রতিযোগিতামূলক সিরিজ হবে। আমি আগেই যেমনটা বললাম, বাংলাদেশ দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আমি আশা করি ভালো রকমের প্রতিযোগিতামূলক একটি সিরিজ হবে।’
নিজেদের ফেভারিট ভাবছেন কিনা এই প্রসঙ্গে আসালাঙ্কা বলেছেন, ‘না আমি এভাবে চিন্তা করি না। তারা টি-টোয়েন্টিতে অনেক ভালো দল। আমাদের মত তারাও তরুণ দল। আমার মনে হয় না আমরা অনেক এগিয়ে আছি। আমাদের জন্য কঠিন সিরিজ হবে। (পিচ নিয়ে বলতে গেলে) পাল্লেকেলে, ক্যান্ডিতে যেমন পিচ হয় সেরকম পিচই মনে হচ্ছে দেখে। ১৮০ এর বেশি রান হবে বলে আশা করছি।’
ক্যান্ডিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বৃহস্পতিবার (১০ জুলাই)। দ্বিতীয় ম্যাচ হবে ডাম্বুলায়, ১৩ জুলাই। আর সিরিজের তৃতীয় শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে, ১৬ জুলাই।