অর্থের হিসেবে লাফিয়ে বাড়ছে আইপিএলের দাম

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ জুলাই ২০২৫, ১২:১৭ পিএম
অর্থের হিসেবে লাফিয়ে বাড়ছে আইপিএলের দাম
ছবি : সংগৃহীত

১ বছরে আইপিএলের ব্যবসায়িক মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ১৩ শতাংশ। বাংলাদেশি মুদ্রায় যার বর্তমান পরিমাণ ১ লাখ ২৫ হাজার কোটি টাকারও বেশি। প্রথমবারের মতো শিরোপা জিতে চেন্নাইকে টপকে এই টুর্নামেন্টের সবচেয়ে দামী ফ্র্যাঞ্চাইজি এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডিতে এমন তথ্য তুলে ধরেছে আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিহান লোকি।

অর্থ-যশ-খ্যাতি, সবকিছুতেই সবাইকে ছাড়িয়ে আইপিএল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় প্রতিনিয়ত অনন্য উচ্চতায় উঠছে এই টুর্নামেন্ট। জনপ্রিয়তা আর আর্থিক মূল্য, সবকিছুই বাড়ছে আইপিএলের। বৃদ্ধির পরিমাণ কেমন? তারই একটা চিত্র তুলে ধরলো আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিহান লোকি।

২০২৫ আইপিএলের ওপর চালানো এক সমীক্ষায় উঠে এসেছে, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে শেষ ১ বছরের ব্যবধানে আইপিএলের মূল্য বেড়েছে ১২ দশমিক ৯ শতাংশ। অর্থের হিসেবে যার বর্তমান বাজার দর ১৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২৬ হাজার কোটি টাকা।

আইপিএলের মতো লভ্যাংশ বেড়েছে পৃষ্ঠপোষকদেরও। আগের চক্রের তুলনায় বর্তমান চক্রে প্রধান চার পৃষ্ঠপোষকের লাভ বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাজার দরের এমন অবস্থা দেখে এরই মধ্যে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মেয়াদ বাড়িয়ে নিয়েছে ২০২৮ পর্যন্ত। যার জন্য তাদের খরচ ৩০০ মিলিয়ন ডলার।

শেষ আসরে আরাধ্যের শিরোপা পাওয়া বেঙ্গালুরুর জন্যেও আছে সুখবর। আইপিএলে তারাই এখন সবচেয়ে মূল্যবান দল। পেছনে ফেলেছে ধোনির চেন্নাই সুপার কিংসকে।

কোহলিদের ফ্র্যাঞ্চাইজিদের বর্তমান বাজার দর ২৬৯ মিলিয়ন ডলার। গত আসরের আগে যা ছিলো ২২৭ মিলিয়ন ডলার। চার থেকে দুইয়ে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩৮ মিলিয়ন বেড়ে তাদের মূল্য ২৪২ মিলিয়ন মার্কিন ডলার।

চার মিলিয়ন ব্র্যান্ডভ্যালু বাড়লেও তিনে নেমে গেছে চেন্নাই। তবে এক বছরে সবচেয়ে বড় লাফটা পাঞ্জাবের। তাদের ভ্যালু বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

ভিউয়ারশিপেও নতুন রেকর্ড আইপিএলের। কেবল ওটিটি প্ল্যাটফর্মেই গত আসরের ফাইনালে দেখেছে প্রায় ৬৮ কোটি দর্শক। যে সংখ্যা পেছনে ফেলেছে ইন্ডিয়া-পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচকে।