বাংলাদেশ আম্পায়ার সৈকতের প্রশংসায় ভোগলে


বার্মিংহামে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার উত্তেজনাপূর্ণ দ্বিতীয় টেস্টে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পারফরমেন্সের প্রশংসা করেছেন ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে।
দ্বিতীয় টেস্ট ৩৩৬ রানে জিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা আনে ভারত। ঐ টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে বেশ কিছু ভাল সিদ্ধান্ত দিয়েছেন সৈকত।
সৈকতের দেওয়া ১০ সিদ্ধান্তের রিভিউ নেন ভারত ও ইংল্যান্ডের অধিনায়ক। এরমধ্যে মাত্র ২টি সিদ্ধান্তের পরিবর্তন হয়। অর্থাৎ সৈকতের ৮০ শতাংশ সিদ্ধান্তই সঠিক ছিল।
আইসিসি এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার সৈকতকে নিয়ে এক্স-এ পোস্ট করে ভোগলে বলেন, ‘এই ম্যাচে আম্পায়ারিং অসাধারণ হয়েছে। ক্রিস গ্যাফানির কাছ থেকে ভাল কিছু আশা করাই যায়। কিন্তু সৈকত দুর্দান্ত করেছেন।’
আগামী ১০ জুলাই থেকে লর্ডসে শুরু হওয়া তৃতীয় টেস্টেও অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত।