বাংলাদেশে-সিঙ্গাপুর ম্যাচের টিকেট বিক্রির নতুন সময় জানালো বাফুফে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ মে ২০২৫, ০৫:২৩ পিএম
বাংলাদেশে-সিঙ্গাপুর ম্যাচের টিকেট বিক্রির নতুন সময় জানালো বাফুফে
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১০ জুন। আজ (২৪ মে) থেকে অনলাইনে পাওয়া যাবে এই ম্যাচের টিকেট। শুরুতে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছিল, শনিবার (২৪ মে) দুপুর ১২টা থেকে টিকিফাই (tickify.live) ডট লাইভে টিকেট কেনা যাবে। কিন্তু বাফুফে আজ নতুন করে জানিয়েছে, দুপুর ১২টার পরিবর্তে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকেট অনলাইনে পাওয়া যাবে রাত ৮টা থেকে।

এ ম্যাচের জন্য টিকেটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৪০০ টাকা, সাধারণ গ্যালারি। আর ভিআইপি-১ বক্সের টিকেটের দাম ধরা হয়েছে ৪ হাজার টাকা। ভিআইপি ২ এবং ৩ বক্সের টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকেটের দাম ৩ হাজার টাকা। 

এছাড়া ক্লাব হাউজ-১ এর টিকেটের দাম আড়াই হাজার টাকা। ক্লাব হাউজ-২ এর দাম ধরা হয়েছে ২ হাজার টাকা। আর হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে। 
  
সব মিলিয়ে ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকেট বিক্রি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে যে কোনো ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকেট ক্রয় করতে পারবেন। 
 
এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিলো বাংলাদেশ। ওই ম্যাচ দিয়ে বাছাইয়ের তৃতীয় রাউন্ড শুরু করেছিলেন জামাল-তপুরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল সিঙ্গাপুর। সি গ্রুপে থাকা প্রতিটি দলের পয়েন্ট এখন সমান ১ করে। 
  
এ ম্যাচ ঘিরে দেশের ফুটবল ভক্তদের উম্মাদনা একেবারে তুঙ্গে। দেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা চৌধুরী, যদিও ভারতের বিপক্ষে শিলংয়ে তার অভিষেক হয়েছে গত ২৫ মার্চ। অন্যদিকে সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে সামিত সোমের। এ ম্যাচে দেখা যেতে পারে ফাহমিদুলকেও।