পিএসএলের ফাইনালে রাতে মাঠে নামছে সাকিব-রিশাদরা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৫ মে ২০২৫, ০২:৩২ পিএম
পিএসএলের ফাইনালে রাতে মাঠে নামছে সাকিব-রিশাদরা
ছবি : সংগৃহীত

পিএসএলে শিরোপার মঞ্চে রাতে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বিগ ম্যাচের আগে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের প্রশংসায় পঞ্চমুখ লাহোর ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর সামিন রানা। গেল ৪ মৌসুমে তৃতীয় ফাইনাল নিশ্চিত করায় কৃতজ্ঞতা জানান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকেও।

লাহোরে  রবিবার (২৫ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ।

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের এক দলে তিন বাংলাদেশি। যা আগে কখনো হয়নি, তা এবারই দেখা গেছে প্রথম। লাহোর কালান্দার্স যেন এক টুকরো বাংলাদেশ। দুই টাইগারের কাঁধে চড়েই গেলো চার মৌসুমে নিজেদের তৃতীয় ফাইনালে দুইবারের চ্যাম্পিয়নরা।
 
সাকিব ব্যাটে-বলে এখনো নিজের সেরাটা দিতে না পারলেও, রিশাদ প্রতিনিয়ত চিনিয়ে যাচ্ছেন নিজেকে। এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচে তুলে নিয়েছেন ১২ উইকেট। বাংলাদেশ লেগির পারফরম্যান্সে মুগ্ধ হয়ে কোয়ালিফায়ার টু শেষে তাকে সোনায় মোড়ানো আইফোন উপহার দেন লাহোরের টিম ডিরেক্টর।
  
চলতি বছর নিজের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ ফাইনাল খেলার অপেক্ষায় রিশাদ। বছরের শুরুতে বিপিএলে শিরোপা জিতেছেন ফরচুন বরিশালের হয়ে। এবার নিজের অভিষেক মৌসুমেই লাহোরের হয়েও ট্রফি জয়ের সুযোগ এসেছে তার সামনে। বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন হোবার্টের হয়ে। কাকতালীয়ভাবে ওরাই জিতেছে শিরোপা।
 
সাকিব আল হাসান এখন পর্যন্ত খেলেছেন তিন ম্যাচ। ব্যাটে-বলে সেরাটা দিতে না পারলেও, সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার যেন লাহোরের লাকি চার্ম। সাকিবের খেলা তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে লাহোর। বাংলাদেশের সাবেক অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ লাহোর ফ্র্যাঞ্চাইজির মালিক। কৃতজ্ঞতাও জানান লাহোরে হয়ে পিএসএলে খেলায়।
  
বিগ ফাইনালের আগে বেশ ফুরফুরে আছে লাহোর। ট্রফি হাতে হাস্যোজ্জ্বল ফটোশুটে অংশ নেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। লিগ পর্বে দুবারের দেখায় দুদলেরই আছে একটা করে জয়। তবে এবার শুধু জয় না, সঙ্গে থাকছে শিরোপাটাও নিজেদের করে নেয়ার সুযোগ।