পাকিস্তান থেকে দেশে ফিরলেন রিশাদ-নাহিদ


পাকিস্তান সুপার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফিরেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। তাদের সঙ্গে ফিরেছেন লিগটি কাভার করতে যাওয়া বাংলাদেশি দুই ক্রীড়া সাংবাদিকও। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হয়েছে এই ৪ জনকে।
ইন্ডিয়া-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। গত বৃ্হস্পতিবার (৮ মে) পিএসএল ম্যাচের ৬ ঘণ্টা আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের আশেপাশে ড্রোন হামলা চালায় ভারত। এই ঘটনায় স্থানীয়দের পাশাপাশি দেশি-বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পরিস্থিতি বিবেচনায় পিএসএলের বাকি ম্যাচগুলো আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
পাকিস্তানে হামলার খবর শুনে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চিন্তা শুরু করে বিসিবি। পিসিবির সঙ্গে আলোচনা সাপেক্ষে দুই ক্রিকেটার এবং দুই সাংবাদিককে বিশেষ ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বোর্ড। আজ (১০ মে) সেই ৪ জন ঢাকায় এসে পৌঁছেছেন।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান নাহিদ রিশাদ। গতকাল (৯ মে) পাকিস্তান এয়ারলাইনসের বিশেষ বিমানে দুবাইয়ে পৌঁছে দেয়া হয় তাদের। সেখান থেকে আজ এমিরেটস এয়ারওয়েজের বিমানে ঢাকায় এসে পৌঁছান।