ভবিষ্যতে মেসির মতো একজন হয়ে উঠবেন ইয়ামাল: ডেভিড বেকহ্যাম


লামিন ইয়ামালের মেধা লিওনেল মেসির কাছাকাছি মানের। ভবিষ্যতে লিওনেল মেসির মতো একজন হয়ে উঠবেন বলে ইয়ামালকে নিয়ে মন্তব্য করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ডেভিড বেকহ্যাম।
এদিকে, ইয়ামালকে বিগত ৫০ বছরের সেরা কিশোর ফুটবলার বলে আখ্যা দিলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা গ্যারি নেভিল।
ফুটবল বিশ্বে মেসি একজন জাদুকর। যার বাঁ পায়ের কাড়িকুড়ি পুরো ফুটবল দুনিয়ায় ফেলে দেয় তোলপাড়। আর্জেন্টাইন সুপারস্টার মাঠে নামলে তার ফুটবল জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে থাকেন ভক্তরা। সেই মেসির সঙ্গে নাকি মিল খুঁজে পাওয়া যায় বার্সেলোনার ওয়ান্ডার কিড খ্যাত লামিন ইয়ামালের। বিভিন্ন সময় এমন তুলনা করা হলেও, ইয়ামাল নিজেকে মেসির সঙ্গে কোনোভাবেই তুলনায় সামিল করতে চান না। বরং মেসিকে আদর্শ বলেই মানেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান তিনি।
যদিও, ইয়ামাল নিজেকে মেসির সঙ্গে তুলনা না করলেও, ফুটবল বিশ্বে বারবার এই তুলনা করতে দেখা যায় বর্তমান, সাবেক ফুটবলার থেকে শুরু করে কোচদেরও। কৌশলী ফুটবল খেলে ইতোমধ্যেই মাত্র ১৭ বছর বয়সে স্পেনের হয়ে জিতেছেন ইউরো। বার্সার জার্সিতে খেলে ফেলেছেন ১০০ ম্যাচও। চলতি মৌসুমে লা লিগায় ধরে রেখেছেন দুর্দান্ত ছন্দ। চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন দারুণ পারফরম্যান্স। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ১৫ গোল করেছেন যার মধ্যে পাঁচটি গোল পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে। ২৪ গোলে করেছেন সহযোগিতা। আক্রমণভাগে দিনে দিনে রেখে যাছেন দারুণ অবদান। ইয়ামালের গতি, ক্ষিপ্রতা আর দুর্দান্ত পারফত্ম্যান্সে আবারো মেসির সঙ্গে তুলনা করছেন অনেকে।
এবার সেই তুললায় গা ভাসালেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। এই স্প্যানিশ কিডকে মেসির কাছাকাছি মানের ফুটবলার বলেও মন্তব্য করেছেন তিনি।
বেকহ্যাম বলেন, ‘লিওনেল মেসির সঙ্গে অন্য কারো তুলনা চলে না। তবে, আমার দেখা ইয়ামাল মেসির খুব কাছাকাছি। আমার মনে হয়, লিওনেল মেসির মতো দারুণ খেলোয়াড় হয়ে উঠবেন ইয়ামাল।’
আরও পড়ুন: আগস্টেই রিয়ালের ডাগআউটে দেখা যাবে আলোনসোকে!
এদিকে, শুধু ডেভিড বেকহ্যামই নন মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিল। ইয়ামালকে গত ৫০ বছরের সেরা কিশোর হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। গেল ৩০-৪০ বছরে এত কম বয়সী কেউই এমন প্রভাব ফুটবলে ফেলতে পারেনি বলেও ভূয়সী প্রশংসা করেন গ্যারি নেভিল।
তিনি বলেন, ‘আমি মনে করি ইয়ামাল গেল ৫০ বছরে আমাদের দেখা সেরা কিশোর। ইউরো জিতেছেন, ১৭ বছর বয়সে তিনি ১০০টি ম্যাচও খেলে ফেলেছেন। আমার মনে হয় না গেল ৩০-৪০ বছর বয়সে ফুটবলে কেউ এত কম বয়সে এরকম প্রভাব ফেলতে পেরেছে।’
আরও পড়ুন: ব্যালন ডি'অর জয়ের স্বপ্ন কী শেষ ইয়ামাল-রাফিনিয়ার?
চলতি মৌসুমে ইয়ামালের দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জিতেছে। লা লিগা জয়ের খুব কাছাকাছিও আছে বার্সেলোনা।