দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি


দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। আইপিএলে এটি দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ।
শুক্রবার (৯ মে) সকালে অজ্ঞাতনামা ই–মেইল থেকে এই হুমকি দেওয়া হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
স্টেডিয়ামটিতে আগামী রবিবার (১১ মে) গুজরাট ও দিল্লির ম্যাচ হওয়ার কথা ছিল। ইতোমধ্যে পরিবর্তিত পরিস্থিতির কারণে আইপিএল স্থগিত ঘোষণা করেছে বিসিসিআই।
ডিডিসিএর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইমেইলের বিষয়টি ইতোমধ্যে দিল্লি পুলিশকে জানানো হয়েছে।
ডিডিসিএর ওই শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, “হ্যাঁ, আমরা একটা হুমকি পেয়েছি। বিষয়টি সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশকে জানানো হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে, কিছু সময় আগে মাঠও পরিদর্শন করেছে।”
এর আগে গতকাল বৃহস্পতিবার গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছিল গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। হুমকির পর পুরো এলাকায় ব্যাপকভাবে তল্লাশি চালায় বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়কারী দল (বিডিডিএস) ও আহমেদাবাদ সিটি পুলিশের ডগ স্কোয়াড।