আইপিএল আয়োজনে বিসিসিআইয়ের প্রস্তাব ফিরিয়ে দিলো আরব আমিরাত

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৯ মে ২০২৫, ০৬:০৩ পিএম
আইপিএল আয়োজনে বিসিসিআইয়ের প্রস্তাব ফিরিয়ে দিলো আরব আমিরাত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মাঝে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকবাজ।

অন্যদিকে, পাকিস্তান-ভারতের সংঘাতের কারণে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। এ মৌসুমে পিএসএলের আর আটটি ম্যাচ বাকি আছে।

এরপরই প্রশ্ন উঠে যে- পিএসএল আরব আমিরাতে সরিয়ে নেওয়া হলেও আইপিএল বন্ধ রাখা হলো কেন? আইপিএলে বাকি আরও ১৫ ম্যাচ।

এ বিষয়ে এক প্রতিবেদনে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও সুপার জানিয়েছে, আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে আরব আমিরাতকে প্রস্তাব দিয়েছিল ভারত। কিন্তু দেশটি তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কারণ, পিএসএলের বাকি অংশ দুবাই বা আবুধাবিতে আয়োজনের বিষয়টি আগেই জানিয়ে রেখেছিল পিসিবি। তারা পিসিবিকে এ নিয়ে প্রতিশ্রুতিও দিয়ে রেখেছিল। সেই প্রতিশ্রুতি থেকে তারা সরে আসবে না।

জিও সুপার আরও জানিয়েছে, আইপিএলের বাকি ১৫টি ম্যাচ সেপ্টেম্বরে আয়োজন করতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু ওই সময় এশিয়া কাপ থাকায় দুই টুর্নামেন্টের সূচি সাংঘর্ষিক হয়ে উঠতে পারে। এছাড়াও সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপেরও আয়োজক দেশ ভারত।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিসিসিআই এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এরপর অবস্থা বুঝে ব্যবস্থা নেবে। অন্য কোথাও না হলে ভারতেরই নিরাপদ ও ঝুঁকিমুক্ত স্থানে আইপিএলের বাকি অংশ আয়োজন করা হতে পারে।