বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ


নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার (১৫ এপ্রিল) স্কটল্যান্ডের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোয় মূল পর্বের স্বপ্ন উজ্বল হয়েছে টাইগ্রেসদের। বাকি আছে আর তিন ম্যাচ। এরমধ্যে আগামী দুই ম্যাচে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই মূল পর্বের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে সারোয়ার ইমরানের দলের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সতীর্থদের কাছে ব্যাটে-বলে সেরাটা চান অধিনায়ক জ্যোতি। ম্যাচ শুরু হবে বেলা ৩টায়।
নারী বিশ্বকাপ বাছাইয়ে ছুটছে বাংলাদেশের জয়ের ট্রেন। এ বছর সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। আট দলের সেই টুর্নামেন্টের জন্য আগেই চূড়ান্ত হয়ে গেছে ছয় দল। বাকি আছে দুই । শীর্ষ দুইয়ে জায়গা পেতে পাকিস্তানে চলছে ছয় দলের বাছাইপর্বের লড়াই। বাংলাদেশের সামনেও সুযোগ এসেছিলো, তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারায় জ্যোতিরা।
সে আক্ষেপ ঘোঁচাতেই বাছাইপর্বে ছুটছে বাংলাদেশ। রেকর্ডময় প্রথম ম্যাচে ১৭৮ রানে বিধ্বস্ত হয় থাইল্যান্ড। সে ম্যাচে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড, নিগার সুলতানা জ্যোতির দ্রুততম সেঞ্চুরি, এক ম্যাচে দুই বোলারের ৫ উইকেটের রেকর্ড গড়ে টাইগ্রেস। দীর্ঘ ৭ বছর পর প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে রাজসিক প্রত্যাবর্তন হয়েছিলো সুমনার। আরেক স্পিনার ফাহিমাও ছিলেন দুর্দান্ত।
দ্বিতীয় ম্যাচে রিতু মনির বীরত্বে আয়ারল্যান্ড বধের কাব্য লেখে বংলাদেশ। ক্যারিয়ারে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন রিতু। তৃতীয় ম্যাচে একই ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জয়ের ধারা ধরে রেখে মূল পর্বের পথে এগিয়ে যেতে চায় জ্যোতিরা। বিশ্বকাপে বাছাইয়ের ছয় দলের মধ্যে সম্ভাবনা উজ্জ্বল জ্যোতিদের। প্রতিপক্ষ স্কটল্যান্ড এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে হেরেছে পাকিস্তানের কাছে। জিতেছে থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বাংলাদেশ যদি পরের দুই ম্যাচে যথাক্রমে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিতে পারে, তবে ১৯ এপ্রিল শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে শীর্ষ দুইয়ে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলবে। তাই স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি ম্যাচই ডু অর ডাই জ্যোতিদের কাছে। ব্যাট হাতে প্রথম ম্যাচে ব্যাটাররা আস্থার প্রতিদান দিলেও, দ্বিতীয় ম্যাচে অধিনায়ক জ্যোতি রিতু ছাড়া খুব একটা জ্বলে উঠতে পারেনি তারা।
বোলাররাও প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে ছিলেন খরুচে। তাই ভুল শুধরে স্কটল্যান্ডকে স্পিন ঘুর্ণিতে কাবু করতে চান ফাহিমা ও সুমনা। ২০২২ সালে একবারই নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিলো বাংলাদেশ। ৭ ম্যাচে জয় এসেছিলো একবার। লাহোরে স্কটল্যান্ডকে হারিয়ে স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় টাইগ্রেসরা।