তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে চিকিৎসক যা জানালেন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ মার্চ ২০২৫, ০৩:৩৮ পিএম
তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে চিকিৎসক যা জানালেন
ছবি : সংগৃহীত

তামিম ইকবাল এখন কেমন আছেন? বাংলাদেশে এই প্রশ্নের উত্তরটাই এখন হয়তো সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে। উত্তরটা ইতিবাচক, বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিম চোখ খুলেছেন।

দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের অবস্থা এখন আগের থেকে ভালো, চোখ খুলেছেন, রেসপন্সও করছেন। ডাক্তারের সঙ্গে নাকি তার কথাও হয়েছে, নিজেই জানিয়েছেন আগের চেয়ে ভালো লাগছ, তামিম কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গেও।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। মাঠেই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরুর ঘটনা নিয়ে এক প্রত্যক্ষদর্শী সময় সংবাদকে বলেন, আমরা ফিল্ডিংয়ে নামবো নয়টায়। টস করার পর ভাই (তামিম ইকবাল) ফিল্ডিংয়ে নামবে। কিন্তু ওই সময় তিনি জানান, ‘‘আমার একটু খারাপ লগছে।’’ উনি তখন চেয়ারে বসছেন। আমাদের ফিজিও এসে ফোন দেয়ার পর ডাক্তার আসছে। উনি (তামিম) বলেন, ‘‘আমার চোয়াল ব্যথা করছে।’’ এরপর আমরা আর ঝুঁকি না নিয়ে উনাকে হাসপাতালে নিয়ে আসছি ওবার গাড়ি দিয়েই।’

ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। পরীক্ষায় তামিমের হার্টে একটি ব্লক পাওয়া গেছে। ১০০ শতাংশ ব্লক পাওয়ার পর তার হার্টে রিং পরানো হয়েছে।

শুরুর দিকে তামিমকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার কথা ভেবেছিলেন সংশ্লিষ্টরা, বিকেএসপির তিন নম্বর মাঠে হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যাওয়াও হয়েছিল। কিন্তু তামিম হার্ট অ্যাটাক করায় সেটা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, ২২ মিনিট ধরে সিপিআর দিতে হয়েছে তামিমকে।