জাতীয় ঈদগাহের বিশেষ খুতবায় মুসলিম উম্মাহর জন্য দোয়া


জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বিশেষে খতিবায় খুতবায় মুসলিম উম্মাহর জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। খুতবায় হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক বলেন, ‘ব্যক্তি ও রাষ্ট্রীয় পর্যায়ে শরিয়তের শিক্ষা কাজ লাগাতে হবে।’
সোমবার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আগে বিশেষ খুতবায় তিনি এ কথা বলেন।
মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে সবর ও তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকাই সবর। রমজান আমাদের সবরের শিক্ষা দিয়েছে। রাষ্ট্রী পর্যায়ে সবরের মাহাত্ম্য প্রতিষ্ঠা করতে হবে। আর তাকওয়া হলো নিজের আত্মশুদ্ধি। এর মাধ্যমে পরস্পরের প্রতি দায়িত্ব প্রদর্শন করা হয়। সব সময় মানুষের কল্যাণে নিজেকে সমর্পণ করতে হবে।’
তিনি বলেন, ‘মুসলিম শাসকদের কল্যাণকামী হতে হবে। শাসক ও জনগণ পরস্পর কল্যাণকামী হবো। আমাদের পরিপূর্ণভাবে ইসলামকে ধারণ করতে হবে।’ ফিলিস্তিনের মুসলিমসহ সব মুসলিমের হেফাজতে আল্লাহর সাহায্য কামনা করেন তিনি।