দেশে ফিরেছে বাংলাদেশ দল, সকালে ইংল্যান্ডের বিমান ধরবেন হামজা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৬ মার্চ ২০২৫, ০৯:৪৯ পিএম
দেশে ফিরেছে বাংলাদেশ দল, সকালে ইংল্যান্ডের বিমান ধরবেন হামজা
ছবি : সংগৃহীত

ইন্ডিয়ার সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলে দেশের ফিরেছে বাংলাদেশ দল। বুধবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে ঢাকায় পা রাখেন জামাল-হামজারা। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকালেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন হামজা চৌধুরী। আর বাকি ফুটবলাররা যাবেন ঈদের ছুটিতে।

শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। জনি-ইমনরা হেলায় গোল মিস না করলে বড় ব্যবধানেই জয় পেতে পারতো বাংলাদেশ। এ নিয়ে আক্ষেপ আছে বটে, সন্তুষ্ট থাকতে হচ্ছে ১ পয়েন্ট নিয়েই।   

বাফুফে সূত্রের খবর, আজ রাতে ঢাকাতেই থাকবেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে কাল সকালেই ইংল্যান্ডের বিমান ধরার কথা রয়েছে হামজার। বাকি ফুটবলারদের মধ্যে কেউ কেউ আপাতত নিজের ক্লা যাবেন। আবার কেউ সরাসরি ঈদের ছুটিতে, বাকিরাও ক্লাব থেকে পরে ঈদের ছুটিতে যাবেন। 
 
ঈদের পর ১১ এপ্রিল থেকে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবল। এর আগেই ঢাকায় ফিরবেন ফুটবলাররা। যোগ দেবেন নিজ নিজ ক্লাবে। 
 
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ আগামী জুনের ১০ তারিখ। সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে। তবে স্টেডিয়ামটির সংস্কার কাজ এখনও শেষ হয়নি। অন্যদিকে এ বছরের ১৮ অক্টোবর ইন্ডিয়ার বিপক্ষে ফিরতি লেগ ঢাকায়। 
 
এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ড্র করায় বাংলাদেশ পেয়েছে ১ পয়েন্ট। একই দিনে ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিলো সিঙ্গাপুর ও হংকং। সেই ম্যাচটিও ড্র হয়েছে গোলশূন্য।