লক্ষ্মীপুরে জেলা কালেক্টর মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩১ মার্চ ২০২৫, ১১:০৫ এএম
লক্ষ্মীপুরে জেলা কালেক্টর মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় জেলা কালেক্টর মসজিদ প্রাঙ্গনে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এসময় জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ মুসল্লিরা নামাজে অংশ নেন। 

এর আগে সকাল ৭টায় শহরের সোনামিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সেখানে মুসল্লিদের সাথে ঈদের জামাতে অংশ নেন। এছাড়া জেলার ৫টি উপজেলায় প্রত্যেকটি মসজিদে সকাল ৭টা থেকে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। জেলাজুড়ে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উ দ  যাপিত হচ্ছে।