ঈদের সকালে চট্টগ্রামের সড়কে গেলো ৫ প্রাণ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩১ মার্চ ২০২৫, ১১:০৪ এএম
ঈদের সকালে চট্টগ্রামের সড়কে গেলো ৫ প্রাণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। নিহতরা হলেন– আরাফাত (২১), রিফাত (১৮), নিজাম (২৮), সিদ্দিক (১৪) ও নাজিম (৩০)।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মিনিবাসটি কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে চট্টগ্রামের সাতকানিয়া যাচ্ছিল। এতে পাঁচ জন ঘটনাস্থলেই নিহত হন। এতে ১০-১২ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই মনজুর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মিনিবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পাঁচ জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’