মিশরে কোরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পিএম
হাফেজ আনাস বিন আতিক। ছবি: সংগৃহীত
বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক (১৪) মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা লাভ করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ আসরে মিশরসহ বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীরা অংশ নেন।
অসাধারণ পারফরমেন্সের জন্য আনাসকে ৬ লাখ মিশরীয় পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১৭ লাখ) সম্মানী ও সনদপত্র প্রদান করা হয়েছে।
এ বছরের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আনাসকে নির্বাচন করে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ। গত ৭ অক্টোবর অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মাধ্যমে তাকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
আনাস ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি আতিকুর রহমান ও নাছিমা রহমান দম্পতির সন্তান।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ আসরে মিশরসহ বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীরা অংশ নেন।
অসাধারণ পারফরমেন্সের জন্য আনাসকে ৬ লাখ মিশরীয় পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১৭ লাখ) সম্মানী ও সনদপত্র প্রদান করা হয়েছে।
এ বছরের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আনাসকে নির্বাচন করে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ। গত ৭ অক্টোবর অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মাধ্যমে তাকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
আনাস ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি আতিকুর রহমান ও নাছিমা রহমান দম্পতির সন্তান।
বিপি/আইএইচ
