আজানের বাক্য ছুটে গেলে যা করবেন

Bangla Post Desk
ধর্ম ও জীবন ডেস্ক
প্রকাশিত:০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
আজানের বাক্য ছুটে গেলে যা করবেন
ছবি- সংগৃহীত

মানুষকে প্রতিদিন পাঁচবার নামাজের কথা স্মরণ করিয়ে দেয় আজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় হিজরতের পর আজানের প্রচলন হয়। আজান বা ইকামতের সময় কোন বাক্য ছুটে গেলে আজান বা ইকামত চলা অবস্থায় অথবা আজান বা ইকামত শেষ হওয়ার পরক্ষণেই যদি স্মরণ হয়, তাহলে ছুটে যাওয়া বাক্য থেকে অবশিষ্ট অংশ পুনরায় বলতে হবে।

আর আজান বা ইকামত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্মরণ না হয়ে কিছুটা বিলম্বে স্মরণ হলে আজান বা ইকামত পুনরায় শুরু থেকে দিতে হবে। 

আর ফজরের আজানে যদি ‘আসসালাতু খাইরুম মিনান নাউম’ বাক্যটি ছুটে যায় তাহলে তা আজানের ভেতরে কিংবা পরপর স্মরণ হলে ওই বাক্য থেকে পুনরায় আজান দেওয়া ভালো। কিন্তু যদি আজান শেষে বিলম্বে স্মরণ হয়, তবে এক্ষেত্রে পুনরায় আজান দেওয়ার দরকার নেই। বরং আগের আজানই যথেষ্ট হবে।

নামাজ আদায়ের জন্য আজান দেওয়া সুন্নতে মুয়াক্কাদা, যা ওয়াজিবের কাছাকাছি। এর পাশাপাশি জামাতে নামাজ আদায় করার জন্য একামত দেওয়া সুন্নত। আজান ও ইকামতের বিধানগুলো ইসলামের অন্যতম নিদর্শন বহন করে। এ জন্য ফরজ নামাজ আদায়ের ক্ষেত্রে আজান ও ইকামতের গুরুত্ব অপরিসীম।