সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরতে স্ত্রী-কন্যাসহ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
এর আগে, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার পর লন্ডনের বাসা থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
তার আগেই হিথ্রো বিমানবন্দরে পৌঁছান অন্য সফর সঙ্গীরা।
সংশ্লিষ্ট সূত্রের খবর, স্ত্রী ও কন্যা ছাড়াও তারেক রহমানের সঙ্গে আসছেন ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন।
তবে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সহযাত্রী হচ্ছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ইতালিসহ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতাও ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন একই বিমানের ফ্লাইটে। এর বাইরেও তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন এই সফরে।
আরও খবর
হাদির খুনিদের গ্রেপ্তার না করার খেসারত দিতে হলো সিয়ামকে
বিশাল বহর নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে গুরুত্বপূর্ণ ১০ তথ্য দিলেন মাহদী আমিন
বিমানবন্দরের পথে তারেক রহমান
তারেক রহমানের সংবর্ধনা: ইসিকে নজর রাখার আহ্বান জামায়াতের