তারেক রহমানের জন্য সাজানো হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তার ছক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেড, ইয়েলো ও হোয়াইট—এই তিন জোনে ভাগ করে নিরাপত্তা ছক তৈরি করা হয়েছে।
সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সিএসএফের কয়েকটি বৈঠক ইতিমধ্যেই হয়েছে। মঙ্গলবারও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রেড জোনে প্রবেশকারীদের বিশেষ সিকিউরিটি কার্ড প্রদান করা হবে, ইয়েলো জোনের জন্য আলাদা কার্ড থাকবে। রেড ও ইয়েলো জোনের বাইরে হোয়াইট জোন হিসেবে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে। তারেক রহমানের আগমনের দিনে প্রায় ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকতে পারেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম জানান, কভার্ট অ্যান্ড ওভার্ট নিরাপত্তাব্যবস্থা অনুযায়ী প্রকাশ্যে পোশাকধারী পুলিশ ও গোপনে গোয়েন্দা নিরাপত্তা থাকবে। তবে তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) দেওয়া হবে না।
নিরাপত্তা পরিকল্পনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান পর্যন্ত রাস্তা, তার বাসভবন এবং অফিস অন্তর্ভুক্ত করা হয়েছে। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় চেকপোস্ট সংখ্যা বাড়ানো হয়েছে। বাসা ও অফিসের আশপাশে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।
গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলম বলেন, পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/ এএস