1. হোম
  2. রাজনীতি

নির্বাচনি তহবিল সংগ্রহ

২৯ ঘণ্টায় লক্ষ্যমাত্রা পূরণ জারার

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম
২৯ ঘণ্টায় লক্ষ্যমাত্রা পূরণ জারার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ঢাকা-৯ আসনের এমপি প্রার্থী ডা. তাসনিম জারা। ছবি- সংগৃহীত

নির্বাচনী ব্যয় মেটাতে নির্ধারিত অনুদানের লক্ষ্যমাত্রা মাত্র ২৯ ঘণ্টার মধ্যেই পূরণ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ঢাকা-৯ আসনের এমপি প্রার্থী ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তাসনিম জারা বলেন, প্রায় ৪৭ লাখ টাকার ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রা খুব অল্প সময়ের মধ্যেই পূরণ হওয়ায় আর কোনো অনুদান গ্রহণ করা হবে না।

তিনি বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পুরোনো রাজনৈতিক ধারার ভিত নাড়িয়ে দিয়েছে। এ সহযোগিতার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডা. জারা আরও বলেন, এখন শুরু হচ্ছে মূল লড়াই। যেখানে অনেক প্রার্থী বিপুল অর্থ ব্যয় করেন। তবে টাকা নয়, জনগণের অংশগ্রহণই এই প্রচারণার শক্তি। তিনি জানান, ঢাকা-৯ আসনে ভোটারের সংখ্যা প্রায় পাঁচ লাখ। সময় ও সীমাবদ্ধতার কারণে সবার কাছে সরাসরি পৌঁছানো সম্ভব নয়, তাই স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, টাকার রাজনীতি প্রত্যাখ্যান করায় পেইড কর্মী নিয়োগ দেওয়া হবে না। বরং আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতজনদের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, পরিচিত মানুষের একটি কথাই অনেক সময় ব্যয়বহুল প্রচারণার চেয়ে বেশি কার্যকর হয়।

এর আগে সোমবার (২২ ডিসেম্বর) রাতে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন তাসনিম জারা। সেখানে তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তার নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা।

বিপি/ এএস