‘কোনো ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান’
শরিফ ওসমান হাদির শাহাদাতের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা, সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের মূলোৎপাটনের দাবিতে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দেশবাসী ও ছাত্র-জনতার প্রতি এ আহ্বান জানান।
পোস্টে ডাকসু ভিপি বলেন, ‘শহীদ হাদি ভাই কোনো ভায়োলেন্সের মাধ্যমে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে চান নাই। তার আদর্শ ছিল মেধা-মনন ও জ্ঞানের শক্তি দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে পরাজিত করা।’
শহীদ হাদির লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, ‘আমাদের সংগ্রাম দীর্ঘ। শহীদ হাদি যে লক্ষ্য বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন, সাময়িক উত্তেজনা কিংবা সহিংসতার মাধ্যমে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। বরং যেকোনো হঠকারী ও সহিংস কর্মকাণ্ড শহীদ ওসমান হাদির আদর্শ ও আমাদের চলমান সংগ্রামকে ক্ষতিগ্রস্ত করবে।’
তিনি আরও বলেন, ‘তাই দেশবাসীর প্রতি অনুরোধ—কোনো ফাঁদে পা না দিয়ে শহীদ হাদি ভাইকে বুকে ধারণ করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ, প্রতিরোধ ও আন্দোলন জারি রাখুন।’
এদিকে ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিপি/ এএস
আরও খবর
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ
পুরো জাতিকে বিভক্ত করেছে মব সন্ত্রাস: মির্জা ফখরুল
‘হাদিকে হত্যার মাধ্যমে ফ্যাসিবাদ আবার ফিরতে চায়’
‘পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা’
‘তারা হারমনিয়াম নিয়ে কাঁদছে, হাদিকে ভিলেন বানানোর পাঁয়তারা করছে’