1. হোম
  2. রাজনীতি

হাদির হত্যাকাণ্ডে

‘পুরো দায়িত্ব সরকারকে নিতে হব’

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ এএম
‘পুরো দায়িত্ব সরকারকে নিতে হব’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সরকারকে এসব ঘটনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র এবং দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের।

শোকাহত জাতি যখন শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করছে, তখন গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা নিন্দনীয়।

তিনি আরও বলেন, সংকটময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে যারা ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে, তারা দেশের শত্রু। এ ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল তার পোস্টে হাদির হত্যাকাণ্ডসহ সব ধরনের মব সন্ত্রাসের বিচার দাবি করেন এবং গণতান্ত্রিক, স্থিতিশীল ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে সকল পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। ঢাকাসিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যানতার মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে

বিপি/ এএস