1. হোম
  2. জাতীয়

পত্রিকা কার্যালয়ে হামলা

প্রকাশিত হয়নি প্রথম আলো ও ডেইলি স্টার

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ এএম
প্রকাশিত হয়নি প্রথম আলো ও ডেইলি স্টার
প্রথম আলো অফিস। ছবি- সংগৃহীত

বৃহস্পতিবার রাতে হামলা ও অগ্নিসংযোগের কারণে প্রথম আলোডেইলি স্টার পত্রিকার অফিসে কর্মসূচি বন্ধ থাকায় শুক্রবার (১৯ ডিসেম্বর) পত্রিকা প্রকাশিত হয়নি।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, পত্রিকার শীর্ষ কর্মকর্তারা জানান, আকস্মিক হামলা ও ভাঙচুরের পর সব কর্মীকে নিরাপদে অফিস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ফলে অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। দুই পত্রিকার অনলাইন কার্যক্রমও আপাতত স্থবির।

হামলা শুরু হয় শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর। পত্রিকার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অনেক কর্মী ভবনের ভিতরে আটকা পড়েন।

পরে সেনা, পুলিশ ও ফায়ার সার্ভিস মিলে তাদেরকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজন ফায়ার ফাইটার আহত হন।

ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে হেনস্তার শিকার হন সম্পাদক পরিষদের সভাপতি এবং ‘নিউ এজ’ পত্রিকার সম্পাদক নূরুল কবীর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে তাকে পিঠে ধাক্কা দেওয়া এবং চুল টানার ঘটনা ঘটে।

শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে দেশে-বিদেশে শোক নেমে এসেছে। তার মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

বিপি/ এএস