ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র-জনতার অধিকার আদায়ের সাহসী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টা ৩১ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক প্রকাশ করেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, ‘হাদির অকাল শহীদি মৃত্যু রাজনৈতিক সহিংসতার ভয়াবহ মানবিক মূল্যকে আবারও সামনে এনেছে।’
হাদির অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’
একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি মারা যান।
বিপি/ এএস