হাদি হত্যাচেষ্টায় ব্যবহৃত ৩ অস্ত্র উদ্ধার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
এতে বলা হয়, ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত ৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়। বক্স কালভার্ট এলাকার সামনে দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন—ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (মোটরসাইকেল চালক)।
এ ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিপি/আইএইচ