সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলো হাদিকে
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।
সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। সেখানে পৌঁছানোর প্রায় এক ঘণ্টার মধ্যে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুল্যান্সটি।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে এক জরুরি কল কনফারেন্সে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি।
বিপি/আইএইচ
আরও খবর
স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসি দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ
‘যারা স্বাধীনতাপ্রিয় জনগণকে ভয় দেখাতে চায়, তারা অবশ্যই ব্যর্থ হবে’
সিইসির বক্তব্যে ক্ষুব্ধ হয়ে যা বললেন জামায়াত আমির
লন্ডনে তারেক রহমানের জনসভা কাল
হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় মহিউদ্দিন রনি