Daily Bangla Post

সাদিক কায়েমের দুঃখ প্রকাশ

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম
সাদিক কায়েমের দুঃখ প্রকাশ
ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর দেওয়া একটি ফেসবুক পোস্টে শব্দচয়ন নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, সে বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

পোস্টে সাদিক কায়েম বলেন, এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটোকার্ডের কারণে বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে রুহুল কবির রিজভী রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ব্যক্তিগতভাবে এই উদ্যোগকে সম্মান ও সাধুবাদ জানান।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ ও বিতর্ক থাকা স্বাভাবিক। তবে ভুয়া তথ্য, এআই জেনারেটেড ছবি কিংবা যাচাইবিহীন বক্তব্যের মাধ্যমে কাউকে কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া অনাকাঙ্ক্ষিত। এ ক্ষেত্রে অবস্থান সংশোধন ও দুঃখ প্রকাশ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম আরও উল্লেখ করেন, বাংলাদেশপন্থার রাজনীতিতে আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীরাই সবার অভিন্ন প্রতিপক্ষ। এসব শক্তির বিরুদ্ধে সজাগ থেকে নিজ নিজ রাজনৈতিক অবস্থান বজায় রেখে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পোস্টের শেষাংশে সাদিক কায়েম বলেন, শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পর দেওয়া তার আগের পোস্টে শব্দচয়ন নিয়ে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সে জন্য তিনি দুঃখিত।

এ বিষয়ে যারা গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

বিপি/ এএস