অপরাধীকে খুঁজতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে : তথ্য উপদেষ্টা
নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িত অপরাধীকে শনাক্ত ও গ্রেফতারে সরকার সর্বোচ্চ ও সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যে ঘৃণ্য অপরাধটি সংঘটিত হয়েছে, সেই অপরাধের অপরাধীকে খুঁজে বের করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।’ অপরাধী ভারতে পালিয়ে গেছে—এমন সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘খবর তো নানা রকমই আসছে। যেটি সঠিক হবে, তার ব্যাখ্যাও সময়ের সঙ্গে সামনে আসবে।’
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে এবং মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, ততই একটি ভীতিকর পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে।
তিনি বলেন, ‘দীর্ঘ স্বৈরাচারী শাসনের পর দায়িত্ব নেওয়া সরকার হিসেবে আমরা স্পষ্ট করে বলতে চাই—ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, নির্বাচনের ভিত দুর্বল করার উদ্দেশ্যেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ সবসময় এসব ষড়যন্ত্র প্রতিহত করেছে এবং সরকার জনগণকে সঙ্গে নিয়েই এ ধরনের কাপুরুষোচিত হামলার জবাব দেবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন কমিশনের নিরাপত্তা চাওয়া প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এটিকে আতঙ্ক নয়, বরং প্রস্তুতি হিসেবে দেখা উচিত। ‘ঘটনার পর যদি প্রস্তুতি না নেওয়া হয়, সেটাই বিচক্ষণতার অভাব হবে।’
অপরাধী এখনও গ্রেফতার না হওয়া নিয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘প্রস্তুতির সঙ্গে গ্রেফতারকে মিলিয়ে দেখার সুযোগ নেই। অপরাধী পার পেয়ে গেছে—এমন কথা আমরা বলছি না। তাকে ধরতে সর্বোচ্চ তৎপরতা চলছে।’
আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, নন-বেইলেবল ও বেইলেবল মামলার আইনি ব্যাখ্যা বুঝতে হবে। কোঅর্ডিনেশন নেই—এমন অভিযোগ সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।
সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ বিষয়ে সরকারের সর্বোচ্চ কমিটমেন্ট রয়েছে। তবে তদন্ত সংস্থার হাতে পর্যাপ্ত তথ্য না থাকায় প্রক্রিয়াটি দীর্ঘ হচ্ছে।
উপদেষ্টা বলেন, ‘এটি জাতির বিবেকের প্রশ্ন। আইনের শাসন ও ন্যায়বিচারের স্বার্থে সরকার চায় এই ঘটনার বিচার হোক।’
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে তদন্তকারীদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এবং যতটুকু সম্ভব, ততটুকুই সরকার করবে।
বিপি/ এএস
আরও খবর
ভারতীয় হাইকমিশনারকে তলব, যা বলল সরকার
বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম
রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে সরকার
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেব: আসিফ নজরুল
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহযোগিতার আশ্বাস