Daily Bangla Post

মির্জা আব্বাসকে নিয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রচারের অভিযোগে মামলা

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
মির্জা আব্বাসকে নিয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রচারের অভিযোগে মামলা
মির্জা আব্বাস। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক আজকের কণ্ঠ’–এর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় অনলাইন পোর্টালটির এডমিনসহ অজ্ঞাতনামা সহযোগীদের আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রচারণায় অংশ নিচ্ছেন। এ সময় নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে এবং সম্ভাবনাময় প্রার্থীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে আসামিরা ইচ্ছাকৃতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ করে আসছে।

অভিযোগে আরও বলা হয়, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রকৃত অপরাধী শনাক্তের কাছাকাছি থাকা অবস্থায় গত ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে ‘দৈনিক আজকের কণ্ঠ’ অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বাদীর দাবি, বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের ব্যক্তিগত চরিত্র ক্ষুণ্ন করা এবং তার নির্বাচনী সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে।

মামলার বাদী জানান, ১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদটি নজরে আসার পর আইনগত পদক্ষেপ নেওয়া হয়।

বিপি/ এএস

ট্যাগ: বিএনপি