হাদির চিকিৎসার দায়িত্ব নিতে চায় ফাহিম আল ট্রাস্ট

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
হাদির চিকিৎসার দায়িত্ব নিতে চায় ফাহিম আল ট্রাস্ট
ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসার পুরো দায়িত্ব নিতে চায় ফাহিম আল ট্রাস্ট। এমনকি উন্নত চিকিৎসায় এয়ার অ্যাম্বুলেন্সে যে কোনো দেশে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি দিকনির্দেশনায় ওসমান হাদির উন্নত ও পূর্ণাঙ্গ চিকিৎসার সম্ভাব্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি, যাতে প্রয়োজন হলে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া যায়।

তিনি আরও বলেন, এই বিষয়ে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের মতামত ও অনুমোদন পাওয়ার প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে। পরিবার থেকে বলা হয়েছে—বিমানে নেওয়ার মতো পরিস্থিতি হলে তারা বিষয়টি দেখবেন।

ফাহিম আল চৌধুরী বলেন, প্রয়োজনীয় সব অনুমোদন ও সম্মতি পাওয়া গেলে মানবিক দায়বদ্ধতা থেকে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট শরিফ ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ করে দেন এবং তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।

বিপি/আইএইচ