শিগগিরই দেশে আসবেন তারেক রহমান: মির্জা ফখরুল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পিএম
শিগগিরই দেশে আসবেন তারেক রহমান: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে আসবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা জানান।
 
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আজকে যেহেতু বাংলাদেশের সব (কর্মী) এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন— আমি আপনাদেরকে জানাতে চাই, খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন।
 
তিনি বলেন, আমাদের নেতা যেদিন আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে... পারবেন তো? সেইদিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।

ফখরুল বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গড়ার সুযোগ পেয়েছি। প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবো, যে সংসদ বাংলাদেশকে নতুর দিগন্তের দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি। এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগুনোর শক্তিকে জয়ী করার লড়াই। এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট নিরপেক্ষ হবে। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। কে মনোনয়ন পেলো কে পেলো না, তা চিন্তা করার সময় এখন নেই। দলকে সামনে নেয়ার চিন্তা করতে হবে।
 
বিএনপি মহাসচিব বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে।

তিনি আরও বলেন, বাংলাদেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপি'র হাত ধরে। মামলা, গ্রেফতার, গুম, খুনের বিরুদ্ধে ধারাবাহিক লড়াইয়ের শেষদিকে এখন বিএনপিকে সরকার গঠন করতে হবে; বিএনপি জাতিকে সামনের দিকে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, ১৯৭১ আমাদের অস্তিত্ব। যারা ৭১ এর বিরুদ্ধে কথা বলার ঔদ্ধত্য দেখায় তারা আরেকটা ফ্যাসিজম চেপে বসানোর চেষ্টা করছে। ধর্মকে ব্যবহার করে বিভ্রান্ত করার চেষ্টাকারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অপশক্তিকে রুখে দেবার লড়াই এখন।

বিপি/আইএইচ