তারেকের দেশে ফেরা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিদেশে নেয়ার মতো উন্নতি না ঘটলে খুব দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। দলীয় একটি সূত্র থেকে এমনটাই জানা গেছে।
চীন ও যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের আরও দুটি দল ঢাকায় এসে খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণের পর জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। তাদের রিপোর্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হবে খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে, না দেশেই হবে চিকিৎসা।
আর সেই দলের প্রতিবেদনের ওপরই নির্ভর করছে তারেকের দেশে আসা না আসা।
দলের একাধীক সূত্র মারফত জানা গেছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিস্থিতি তৈরি হলে, স্বল্প দূরত্বের হওয়ায় সিঙ্গাপুরকে অগ্রাধিকার দেওয়া হবে। তখন সেখানেই মায়ের পাশে থাকবেন তারেক।
আর যদি বিদেশে নেয়ার মতো অবস্থা না থাকে, তাহলে অতি দ্রুতই দেশের উদ্দেশ্যে রওয়ানা দেবেন খালেদা জিয়ার পুত্র।
এখন সব কিছুই নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর। চীন ও যুক্তরাষ্ট্রের চিকিৎসক দলের আসার কথা রয়েছে আজ বুধবার। বিএনপির চেয়ারপার্সনের অবস্থা পর্যালোচনা করে এরপর তারা দিবেন চূড়ান্ত সিদ্ধান্ত। আপাতত অপেক্ষা সেই সময়টার।
বিপি/এনএ
