‘আমরা এখান থেকে এক সুতোও সরবো না’- কেন বললেন হাদি
যিনি সংসদে ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য জোরালো ভূমিকা রাখবেন, সেই প্রার্থীকে তিনি সমর্থন করবে বলে জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, এই আসনে এমন কোনো প্রার্থী থাকলে—যিনি সংসদে দাঁড়িয়ে ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন— তাহলে তিনি নিজের ভোটও সেই প্রার্থীকে দেওয়ার কথা বিবেচনা করবেন।
ওসমান হাদি বলেন, ‘২৯৯ জনের বিপরীতে ক্রুদ্ধ কণ্ঠে পাহাড়ের মতো অবিচল থাকতে হবে জনতার পক্ষের অবস্থানে। এমন কেউ সামনে এলে আমি তাকেই সমর্থন দেবো।’
তার মতে, প্রকৃত নেতৃত্ব হচ্ছে সেই মানুষ, যিনি চাপের মুখেও জনগণের পক্ষে অটল থাকেন।
তিনি আরও উল্লেখ করেন, নিজের পরিবার তার প্রিয় পিতাও যদি ঢাকা-৮ এ প্রার্থী হন, তাহলেও তারা অবস্থান বদলাবেন না। ‘আমরা এখান থেকে এক সুতোও সরবো না।’
বক্তব্যে বর্তমান রাজনৈতিক বাস্তবতার কঠিনতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাদের লড়াই ভীষণ নিঃসঙ্গ। বড্ড বন্ধুর। তবু কঠিনেরে ভালোবাসিলাম।’
বিপি/এস
