রাজনীতি ছাড়লেন শমসের মবিন, জানালেন কারণ
এবার রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক কূটনীতিক ও তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী।
রোববার (১৬ নভেম্বর) তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ ঘোষণা দেন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মহাসচিব তৈমুর খন্দকার।
তিনি বলেছেন, শমসের মবিন চৌধুরী অনেক দিন ধরেই দলে নিষ্ক্রিয়। আমাদের দলও অনেক দিন ধরে নিষ্ক্রিয় রয়েছে। আজকেই উনি (শমসের মবিন চৌধুরী) দল থেকে অবসরের কথা আমাকে ফোনে জানিয়েছেন এবং একটি চিঠিও পাঠিয়েছেন।
শমসের মবিন চৌধুরী ওই চিঠিতে তৈমুর আলম খন্দকারকে লিখেছেন, ‘এই মর্মে আপনাকে এবং আপনার মাধ্যমে সবাইকে অবগত করছি যে, শারীরিক কারণে আমি, শমসের এম চৌধুরী, রাজনীতি থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে তৃণমূল বিএনপির সমস্ত পদ থেকে আমি পদত্যাগ করিলাম। আমার এই সিদ্ধান্ত অবিলম্বে ১৬ নভেম্বর ২০২৫ইং থেকে কার্যকর হইল’।
তিনি আরও বলেন, ‘আমার উপরে উল্লেখিত সিদ্ধান্ত দলের সংশ্লিষ্ট এবং গণমাধ্যমে অবগত করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করিলাম’।
সাবেক এই কূটনীতিক এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। পরে তিনি বিএনপি ছেড়ে বিকল্পধারা বাংলাদেশেও যোগ দিয়েছিলেন।
পরে সেখান থেকে পদত্যাগ করে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন শমসের মবিন চৌধুরী।
