নাসীরুদ্দীন ও কাদেরের ফেসবুক পোস্ট ঘিরে রহস্য

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১১ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম
নাসীরুদ্দীন ও কাদেরের ফেসবুক পোস্ট ঘিরে রহস্য
ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের নিজেদের ফেসবুকে পোস্ট দিয়েছেন। এক দিনের ব্যবধানে তাদের দেওয়া পোস্ট রহস্যের জন্ম দিয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাসীরুদ্দীন পাটওয়ারী স্ট্যাটাসে লিখেছেন, ‘বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।’

এরপরই শুরু হয় আলোচনা। কিন্তু ওই স্ট্যাটাসে পাটওয়ারী কাকে ইঙ্গিত করেছেন, সেটি স্পষ্ট করেননি।

তার পরেই আজ (১১ নভেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে কাদের লেখেন, ‘একটা দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক ছাড়ে, দিনভর বিএনপিরে নিয়ে বেফাঁস মন্তব্য করে; আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধরনা দেয়! মিডিয়ায় গলাবাজি করা আপসহীন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত পনেরো দিনে বিশটা সিটের জন্য বিএনপি নেতা সালাহউদ্দিন সাহেবের বাসায় তিনবার মিটিং করেছেন, মির্জা ফখরুল ইসলামের বাসায় ধরনা দিয়েছেন এখন পর্যন্ত একবার!’

তিনি আরও লেখেন, ‘আসন সমঝোতায় বেটার নেগোসিয়েশনের কৌশল হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ওই তথাকথিত আপসহীন নেতা। আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ওই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন। অথচ গণঅভ্যুত্থানের পরের চিত্র কেমন ছিল! পুরানা রাজনৈতিক দলগুলা তরুণদের কাছে আসবে, তরুণ থাকবে ড্রাইভিং সিটে। কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন বিশটা সিটের জন্য! আসন ভাগানোর কৌশল হিসেবে মিডিয়ায় গালিগালাজ করে বেড়ান; বাসায় গিয়ে বসে থাকেন; তবু আসন মিলে না! হা হা হা...’