তারেকের পাশে ইশরাক, নিবন্ধন দাবি আমজনতার
দলের নিবন্ধনের দাবিতে অনশনরত আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের প্রতি সমর্মিতা জানিয়ে বিএনপিনেতা ইশরাক হোসেন বলেছেন, আমি তার দলের নিবন্ধন দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারেকের অনশনের প্রতি সংহতি প্রকাশ করে তিনি এ কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক বলেন, ‘যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে, তার দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। অথচ তারেকের দলকে দেয়নি। তারেকের দলকে নিবন্ধন না দেওয়া হলে, যেসব দলকে নিবন্ধন দেওয়া হয়েছে সেগুলো রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে।’
তিনি বলেন, ‘‘আমি আজকে তারেক রহমানের প্রতি সহমর্মিতা জানাতে এসেছি। তার পাশে সহযোদ্ধা হিসেবে রয়েছি এবং আমরা জোরালো দাবি জানাচ্ছি— অবিলম্বে তার দলের নিবন্ধন দিতে হবে।’’
তারেক রহমানের অভিযোগ, দুই ছাত্র উপদেষ্টার কারণে তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না, আপনি তার এই মন্তব্যের সঙ্গে একমত কিনা, এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘‘এটা আমি অস্বীকার করবো না। উড়িয়ে দেওয়ারও কোনও সুযোগ নাই। কারণ তিনি যথেষ্ঠ সমালোচক ছিলেন এই সরকারের। তারেক রহমান সমালোচনা করে গিয়েছেন। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলেছেন। তাই এটা উড়িয়ে দেওয়া যায় না যে, রাজনৈতিক কোনও শক্ত প্রতিপক্ষ দাঁড়িয়ে যায় কিনা। যেহেতু তারা সমবয়সী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এসেছে, সেটি একটি কারণ হতে পারে।’’
