জাকির নায়েক ইস্যুতে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি সালাফী আ্যসোসিয়েশনের

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
জাকির নায়েক ইস্যুতে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি সালাফী আ্যসোসিয়েশনের
ছবি- সংগৃহীত

ভারতের হুমকিতে নত হয়ে এবং ভয় পেয়ে বাংলাদেশে ডা. জাকির নায়েকের অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সালাফী অ্যাসোসিয়েশন বাংলাদেশ।

একই সঙ্গে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ সরকারের প্রতি ৭ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ ও দাবি জানায় সালাফী অ্যাসোসিয়েশন বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব অধ্যক্ষ শায়খ কাজী এ এম ইউসুফ জাহান রাষ্ট্রকে সাতটি দাবি মানতে সুপারিশ করেছেন।

দাবিগুলো হলো-

১. অবিলম্বে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের সুপারিশ। 
২. ডা. জাকির নায়েকের বাংলাদেশের অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত শিডিউল কার্যকর রাখা।
৩. ডা জাকির নায়েক যদি না আসে তাহলে ২৮ নভেম্বরের মধ্যে হাসিনাকে ফেরত আনতে হবে এবং সাজা কার্যকর করতে হবে।
৪. ডা. জাকির নায়েককে রাষ্ট্রীয় মেহমান হিসাবে সম্মাননাসহ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি দিতে হবে।

৫. ডা. জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব দিতে হবে।
৬. ভারতের সঙ্গে নতজানু নীতি পরিহার করে ভারতের প্রত্যক অন্যায্য দাবি প্রস্তাব,কর্মকাণ্ডের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে হবে।

৭. মন্ত্রী পরিষদ ও প্রশাসন থেকে ভারতের দালাল ও র এজেন্টদের ছাটাই করতে হবে।

মহাসচিব আরও বলেন, দুই উপদেষ্টা পদত্যাগ না করলে দেশব্যাপী গোটা সরকার পদত্যাগের দাবি উঠবে তা সামলানোর ক্ষমতা এই সরকারের হবে না। হাসিনা পালিয়ে ভারতে গেছে আপনারা পালানোর জায়গা পাবেন না। জনরোষের মুখে আপনারা রসাতলে যাবেন। এই সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

সময় থাকতে সরকারের ভারত প্রেম, তোষামোদ নীতি বন্ধ করে, মেরুদণ্ড সোজা রেখে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সুপারিশ করেন এই নেতা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমন, তরফদার দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ, আ. রহমানসহ সংগঠনটির নেতাকর্মীরা।