হবিগঞ্জে পৌঁছেছেন এনসিপি নেতারা


হবিগঞ্জে এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সোয়া ৪টায় হবিগঞ্জ সার্কিট হাউজে এসে পৌঁছায় তাদের গাড়িবহর। এসময় দলটির হবিগঞ্জ জেলা নেতারা তাদের বরণ করে নেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হবিগঞ্জে পদযাত্রায় অংশ নিতে আরও এসেছেন- এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।
হবিগঞ্জ পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল বলেন, বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হবে। শহর প্রদক্ষিণ শেষে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামের সামনে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রায় ১০ হাজার মানুষ সমাগম হবে বলে আশা করছি।
এনসিপি হবিগঞ্জ শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক বলেন, পদযাত্রার জন্য হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ব্যবহারের অনুমতি দেয়নি প্রশাসন। পরে পৌরসভা প্রাঙ্গণে সভা হওয়ার কথা থাকলেও তা বদলানো হয়েছে। এখন পৌর প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হবে। তবে সভা হবে শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামের সামনে।