৫ আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করা হবে: নাহিদ ইসলাম

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ জুলাই ২০২৫, ০৫:০৮ পিএম
৫ আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করা হবে: নাহিদ ইসলাম
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে সংস্কারের পক্ষে কাজ করছে। ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করা হবে।’

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে স্থানীয় সার্কিট হাউজে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া সবসময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে। কেবল জুলাই গণঅভ্যুত্থানই নয়, ২০২১ সালের মোদীবিরোধী দিল্লির আধিপত্যের বিরুদ্ধেও এ জেলার মানুষ জীবন দিয়েছে।’

এসময় এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।