চট্টগ্রামে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে টিকটক ভিডিও বানিয়ে ১২ কিশোর আটক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৫ জুলাই ২০২৫, ১১:০৩ পিএম
চট্টগ্রামে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে টিকটক ভিডিও বানিয়ে ১২ কিশোর আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’ সম্বলিত টিকটক ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করার আগেই পুলিশের হাতে আটক হয়েছে ১২ কিশোর।

শুক্রবার(২৫ জুলাই) বিকেলের দিকে উপজেলার চরপাথরঘাটা কালাইয়ের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

আটক কিশোররা হলো- চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহেদ, সাইফুল, বিজয়, আকাশ, আরফাত, মিনহাজ, ফোরকান, ইকবাল, আকিব, আদর, বাকি দুজনের নাম জানা যায়নি। তাদের মধ্যে জাহেদের বয়স ১৮ হলে বাকিদের বয়স ১২-১৫ এর মধ্যে বলে জানা গেছে। তারা চরপাথরঘাটা ৬ নম্বর ওয়ার্ড ও চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছেন, বিকালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ভিডিও বানিয়েছেন তারা। এমন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভিডিও বানালেও ফেসবুকে আপলোড দিতে পারেনি বলে পুলিশ জানায়।

আটকদের একজন মো. জাহেদের পিতা জাহাঙ্গীর আলম জানান, ‘ছেলেরা মিলে টিকটক ভিডিও করছিল। সেখানে তারা ‘জয় বাংলা’ বলে কিছু সংলাপ ব্যবহার করেছে। এ কারণেই পুলিশ তাদের আটক করেছে বলে জানতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলে ভোটার হলেও বাকিরা এখনও ভোটার হয়নি। তারা কেউ রাজনীতির সঙ্গে জড়িত নয়, কেবল দুষ্টুমির ছলেই এসব করেছে।’ কেউ হিংসাত্মকভাবে ছেলেদের পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছেন।

তাদের 'চুলকানি বাহিনী ফানি বিনোদন, নামে একটি ফেসবুক পেইজ আছে বলেও জানান তিনি। ওই পেইজে বিনোদনমূলক ভিডিও বানিয়ে আপলোড করে থাকেন বলে জানা যায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আটকদের ছবি দেওয়া নিষেধ আছে। তাদের বিরুদ্ধে
সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন।